
এইচ এম সাগর (হিরামন),বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ের ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
এ সময় অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বের হয় এনসিপির নেতাদের গাড়িবহর। তাদের গাড়ি বহর আসছে খুলনায়। বুধবার সন্ধ্যা ছয়টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। বাপ্পি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালঞ্জ থেকে খুলনায় আসছেন। তারা আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন। অপরদিকে, এনসিপি’র শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন কয়েক শত নেতাকর্মী। বিকেল সোয়া ৫টার দিকে খুলনার শিববাড়ি মোড় থেকে বেশ কিছু মটর সাইকেল, প্রাইভেট কার ও পিকআপ যোগে তারা রওনা দেন। এর আগে গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ ক্যাডারদের ন্যাক্কারজক হামলা ও তান্ডবের প্রতিবাদে বিকেলে শিববাড়ি মোড়ে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা প্রান্ত থেকে জমায়েত হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এখানে চলতে থাকে মুর্হুমুর্হু শ্লোগান ও মিছিল।