পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন-স্পট এডমিশন, বিশেষ স্কলারশিপ সহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে খুলনা, যশোর ও কপিলমুনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো-২০২৫। মালয়েশিয়ার অন্যতম বিদ্যাপীঠ ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র এডুকেশন কাউন্সিলর কে এ জিসান জানান,
বাংলাদেশ থেকে প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা লাভে বিদেশ যান। বিগত এক যুগে তাদের পছন্দের তালিকায় যে দেশগুলি রয়েছে, মালয়েশিয়া তার অন্যতম। এ লক্ষ্যে দেশটির বিশ্বস্ত ও অনুমোদিত ছাত্র কাউন্সিলিং সংস্থা "ফর ইউ এডুকেশন" বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ সৃষ্টিতে এই মেলার আয়োজন করেছে । সংস্থার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মিসেস জুরাইহান বিনতি ইখসান উদ্দিন বলেন, ফর ইউ এডুকেশন সম্পূর্ণ স্বচ্ছতা ও যত্নের সাথে প্রতিটি শিক্ষার্থীর বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এবারের মেলায় সব থেকে বড় আকর্ষণ শিক্ষার্থীদের রয়েছে মেলাতে এসেই মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। রয়েছে আকর্ষণীয় বৃত্তি, টিউশন ফি-তে বিশেষ ছাড়। ফাইল যাচাই, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া( ইএমজিএস অনুমোদন, সিঙ্গেল এন্ট্রি ভিসা) মেডিকেল, বিমান টিকেট ও মালয়েশিয়ায় আবাসন সংক্রান্ত সকল বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে সংস্থাটি এমনটি জানান প্রতিষ্ঠানের এইচ আর। এডুকেশন এক্সপো '২৫ আয়োজক সংস্থার স্থানীয় সমন্বয়কারী
আবিদ আহমেদ ও ইহসান জামাল, জানান, মেলার প্রথম দিন ২৯ অক্টোবর, বুধবার, যশোর হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল, দ্বিতীয় দিন ৩১ অক্টোবর, শুক্রবার, খুলনার হোটেল ক্যাসল সালাম এবং তৃতীয় দিন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত। ২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় একটি লাইভ রাফেল ড্র বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ সহ নানা পুরস্কার। মেলায় আগত মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সাথে বলতে উপস্থিত থাকবেন, দেশটির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এন্ড সাইন্স ইউনিভার্সিটির এডুকেশন কাউন্সিলর আজলী বিন আব্দুল সালী।
এছাড়া সংস্থাটির এদেশীয় নিবেদিত কাউন্সিলর প্রোভা, সানজিদা, সালমান, নাফিজ, আইভি, লিহা, ড. সারিকা ও বিভিন্ন শ্রেণী পেশার গুণীজন।