
যশোরের বহুল আলোচিত ষষ্টিতলা এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)কে মনিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
র্যাব জানায়, ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে বিপুল হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯)কে র্যাব-৬ গত ১৩ জুলাই গ্রেফতার করে।
মামলা থেকে জানা যায়,আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমন ও তার সহযোগীদের পূর্ব থেকেই শত্রুতা চলছিল। ঘটনার সূত্রপাত হয় ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘিরে। বাপ্পীর সঙ্গে সুমাইয়ার বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। পরে সুমাইয়া আশরাফুল বিপুলকে বিয়ে করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
ঘটনার দিন চলতি বছরের গত ১২ জুলাই রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় আশরাফুল বিপুলকে ইমনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন তার মা কোতয়ালী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।গ্রেফতারকৃত ইমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।















