সর্বশেষ:

it bojhai trollyr chapay briddhar mrittu

পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় বৃদ্ধর মৃত্যু

it bojhai trollyr chapay briddhar mrittu
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ইট বোঝাই ট্রলি চাপায় বাইসাইকেল চালক মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া ব্রীজের নিকটবর্তী রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত্যু মেনু গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত মোকছেদ গাজী পাইকগাছায় আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোকালে স্থানীয় মিনারুল ইসলামের ইট ভাটায় নিয়োজিত ট্রলি চালক ইকবাল হোসেন (৩৫) দ্রুত গতিতে ট্রলি চালিয়ে আসছিল। এ সময় ট্রলির ধাক্কা লাগে বৃদ্ধ মোকছেদের বাইসাইকেলে। এ সময় ট্রলির ধাক্কায় বৃদ্ধ রাস্তার উপর পড়ে গেলে তার বুকের উপর দিয়ে ট্রলি চালিয়ে গেলে তার বুকের পাজড় ও কোমর ভেঙ্গে যায়। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে লাশ মর্গে পাঠানো হয়নি বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana