ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইউসুফ আলী। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নবঘোষিত কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।