
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ইসলামী আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্টে রোজাদার ব্যবসায়ী, শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুফতি আহম্মদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সেক্রেটারি হাফেজ মঈনুদ্দিন শেখ, যুগ্ম সম্পাদক অলিউডর রহমান, পৌর সেক্রেটারি ফারুক খলিফা, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুকুল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মিনারুল ইসলাম মুন্না ও পৌর সেক্রেটারি নাঈম হাসান।