
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
থানা জামে মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, সম আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল মোমিন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা তামিম রায়হান ও আল মামুন। বিক্ষোভ মিছিলে শতশত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে। এর আগে সকালে ছাত্র জনতা অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।