
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা শেষে হরিদাশকাটি আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসায় মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা -৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “ সৎ যোগ্য নেতৃত্বের জন্য ন্যায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।
আমাদের সমাজ দুর্নীতি তে ভরে গেছে। মাদকাসক্তে যুবসমাজ ধ্বংসের মুখে। এজন্য দরকার হয় সৎ মানুষের শাসন। সবার সঙ্গে মিলে খুলনা-৬ কে দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।” বুধবার দিনব্যাপী গ্রামে পাড়ায় মহাল্লা, প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা কালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা কালে তিনি এসব কথা বলেন।এসময় উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, উপজেলা সেক্রেটারী মো. আলতাফ হোসেন, উপজেলা সদস্য মাওলানা আব্দুল হান্নান, হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর আবুল কাশেম হাজরা, সেক্রেটারী মাওলানা হুসাইন আহম্মদ, সহ সেক্রেটারী আসলাম বিশ্বাস সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মী, সমর্থক গণ উপস্থিত ছিলেন।















