প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন
ইমরান সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান! সেনা নামানো হয়েছে, ইন্টারনেট বন্ধ
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিক্ষোভের কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইমরান সমর্থকরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের মাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সেনাবাহিনী মাঠে নেমেছে। ইতিমধ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন স্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার, যা গতকাল ৪ অক্টোবর থেকেই কার্যকর রয়েছে।
পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইমরান খানের ডাকে পিটিআই সমর্থকরা ইসলামাবাদের ডি-চক এলাকায় জড়ো হতে শুরু করে। তাদের বিক্ষোভকে দমাতে ইসলামাবাদ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়, তবুও সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ ঠেকানো সম্ভব হয়নি। পরিস্থিতি আরও খারাপ হলে তা লাহোরসহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়ে। লাহোরের মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
ইমরান খানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, তাদের কর্মীদের বাধা দিলে বিক্ষোভ বন্ধ হবে না, বরং তারা নিজেদের এলাকায় জমায়েত করে বিক্ষোভ চালিয়ে যাবে। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাজিক মাধ্যমে হিংসা ছড়ানো ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। বিক্ষোভের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং সামনের দিনগুলোতে এটি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র:The Daily Inqilab
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.