পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আলহাজ্ব কেএম আব্দুল কারীম একাডেমি মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মাদরাসা সংলগ্ন আম্রকাননে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার প্রিন্সিপাল সম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও এলাকার কৃতি সন্তান তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম ও শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।