সর্বশেষ:

iftar mahfil o namazer estahn udhvodon

ইফতার মাহফিল ও নামাজের স্থান উদ্বোধন

iftar mahfil o namazer estahn udhvodon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা সরকারি কলেজের ইফতার মাহফিল ও নামাজের স্থান উদ্বোধন অনুষ্ঠান বুধবার বিকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমানউল্লাহ গাজী, ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আ জ ম আব্দুল হাকিম, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক জিএম আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, প্রভাষক সরদার জামাল উদ্দিন, মাহবুবা নাজনীন ইরানি, উম্মে হায়াত মেহেরা বানু, রতন দত্ত, আসমা আখতার, লুৎফা ইসলাম, নাজমিন নাহার, লিলিমা খাতুন, কওসার আলী, আসাবুর রহমান শিমুল, আবু রাসেল কাগজী, সাদেকুজ্জামান, জিএম রহমত আলী, বিপ্লব কান্তি মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, তরুণ ঘোষ, মোখলেছুর রহমান, রঞ্জিতা রাণী ও পলাশ মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ জ ম আব্দুল হাকিম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana