ডুমুরিয়া প্রতিনিধি
খোলা তারে ফাঁদ তৈরি করে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুরের হাত থেকে বোরো ধানের বীজ তলা রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত ফাঁদে নিজে আটকে মারা গেছেন রেজাউল বাওয়ালী (৩৫) নামের এক বর্গাচাষীর।
গত সোমবার গভীর রাতে বাড়ীর পাশে চিংড়া বিলে বোরো বীজতলায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের সরবেত বাওয়ালীর মেঝ ছেলে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
তবে মৃত্যু নিয়ে গুজ্ঞন রয়েছে। ময়না তদন্তে প্রতৃক মৃত্যুর ঘটনা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান,চিংড়া বিলে মলমলিয়া গ্রামের প্রফুল্ল্য মাষ্টারের প্রায় ৪০ শতাংশ জমি স্থানীয় হানেফ নামের এক বর্গাচাষী ধান চাষ করেন।
ঐ জমিতে৩ শ টাকা শতক ভাড়া হিসেবে একই গ্রামের মৃত্যু রেজাউল বাওয়ালী ও তার চাচাতো ভাই সহ, ৭/৮ জন রোরোবীজতলা তৈরি করেন।
এরমধ্যেই ইঁদুরে বীজতলা খেয়ে সাবাড় করে দিচ্ছে। ইঁদুরের হাত থেকে বীজতলা রক্ষা করতে অবৈধভাবে খোলা তারেগত সেমবার রাতে বিদ্যুতের ফাঁদ পাতে ।
মৃত্যু রেজাউলের স্ত্রী হীরা বেগম(২৮) বলেন, সোমবার বিকেলে চা খাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়। রাতে বাড়ী ফেরেনি। সকালে বাড়ীর পাশ বীজতলার পাশে তাকে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ডুমুরিয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে লাশনিয়ে গেছে বলেতিনি জানান।