পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ইদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে " ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ " প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক জিএম মিজানুর রহমান।
অনুষ্ঠানে সর্বোচ্চ ইদুর নিধনের জন্য কৃষক অহিদুজ্জামান ও বরুণ রায়কে পুরস্কার প্রদান করা হয়।