সর্বশেষ:

humkir voye metropoliton colleger oddhekkhor poribar

চাঁদাবাজদের অব্যাহত হুমকির ভয়ে মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষর পরিবার চরম মানবতায় জীবনযাপন করছে

humkir voye metropoliton colleger oddhekkhor poribar
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা সোনাডাঙ্গায় অবস্থিত মেট্রোপলিটন কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ দিবাকর বাওয়ালীর নিকট ৪০ লাক্ষ টাকা চাঁদা দাবি ও জীবন নাশের হুমকির অভিযোগ উঠেছে।শ, ডুমুরিয়া উপজেলার জিলের ডাঙ্গা এলাকার মনোহর বিশ্বাস এর ছেলে সুরঞ্জন বিশ্বাস ও জিতেন্দ্র মণ্ডল এর ছেলে হিরামন মণ্ডল মেট্রোপলিটন কলেজের কতিপয় কিছু শিক্ষকদের ইন্দনে গত ২ জুন ২০২৫ তারিখ বেলা ১০ টার সময় কলেজে ১৫-২০ জন বহিরাগত লোকজন কলেজের ডিউটিরত সিকিউরিটি গার্ডের নিকট কলেজের অধ্যক্ষ দিবাকর বাওয়ালীকে খুঁজতে থাকে।

পরে তাকে নাপেয়ে অফিস রুমে ঢুকে কম্পিউটার অপারেটর ও অন্যান্য স্টাফদের ভয় ভীতি দেখাতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তারা অধ্যক্ষের বোনের কাছে চল্লিশ লাক্ষ টাকা চাদা দাবি করে বলে তোর ভাইকে উক্ত টাকা দেয়া লাগবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে ঐদিন অধ্যক্ষকে সুরঞ্জন বিশ্বাস ০১৯৬২-৭২৫৭৮১ নাম্বর মুঠো ফোনে জীবন নাশের হুমকি দেয়। হুমকি দাদারা বলে, চাঁদার টাকা না পেলে পরিবারের কাউকে জীবনে বাঁচিয়ে রাখা হবে না। এখন দেশ আমাদের দখলে। আমরা যা বলবো তাই হবে। থানা পুলিশ, এমন কি, আইন প্রয়োগকরী কোন সংস্থা এখানে এলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। হুমকিদাতারা আরো বলে, চাঁদার টাকা না পেলে অধ্যক্ষর কলেজ পড়ুয়া কন্যাকে অপহরণ করা হবে। বর্তমান অধ্যক্ষ সহ তার গোটা পরিবার সন্ত্রাসীদের অব্যাহত হুমকির ভয়ে চরম মানবতায় জীবনযাপন করছেন। এ ঘটনায় অধ্যক্ষ ও তার পরিবার আইনের আশ্রয় নিতে ভয়ে পাচ্ছে। সঠিক কোন ন্যায় বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের। হুমকি দাতারা জানিয়েছে, বিষয়টি নিয়ে থানা বা আদালতে কোথাও কোন মামলা হলে সেই দিনই তোর গোটা পরিবার দুনিয়ায় আর থাকবে না। ভুক্তভোগী পরিবার হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় ও বিভিন্ন আইন প্রয়োগকরী সংস্থান নিকট অভিযোগ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত হুমকিদাতাদের মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana