এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)
বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) এর জনপ্রিয় অনুষ্ঠান শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আধুনিক গানের অডিশনের চূড়ান্ত বাছাইপর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা জেলার পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা। তিনি (রেজি. নং: KHU1 101571) হিসেবে অংশ নিয়ে দেশের ৩৫ জন চূড়ান্ত বাছাইপ্রাপ্ত প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করেন।
হৃদিষা রায় বৃন্দা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কন্যা। তিনি রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়, ঢাকার সহকারী মহাব্যবস্থাপক দীপঙ্কর রায় ও রমা মন্ডল দম্পতির একমাত্র কন্যা।
তার এই অসাধারণ সাফল্যে স্থানীয়ভাবে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদিষা রায় বৃন্দাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, “হৃদিষার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি পুরো পাইকগাছা উপজেলার গর্ব।”হৃদিষা রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।