ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়া উপজেলায় কিশোরীদের জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে (এইচপিভি)টিকা প্রদান সমন্বয় সভা বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক কাজল মল্লিকের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
সভায় জানানো হয় গত ২৪অক্টোবর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর কিশোরীদেরমধ্যে এই ঠিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদেরকেও এটিকা প্রদান করা হচ্ছে।
উপজেলায় প্রায় ১৫০০০ কিশোরী কে এটিকা দেয়া হবে। সভায় প্রধান অতিথি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ব্যাপক ভাবে প্রাচার অব্যাহত রাখতে হবে। প্রচারে টিকা গ্রহণের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে করে টিকা গ্রহণ থেকে কেউ বাদ না যায়। আর এ মরণ ব্যাধি ক্যান্সার থেকে আমাদের আগামী প্রজন্মের মেয়েরা যাতে রক্ষা পায় এ দায়িত্ব আমাদের সকলের।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার শাহাজাহান আলম, সাংবাদিক জি, এম,আব্দুস ছালাম ,এস এম জাহাঙ্গীর আলম, শেখ মাহাতাব হোসেন, শিক্ষক গাজী আব্দুস ছালাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী শরিফুল ইসলাম, এস আই মিজানুর রহমান ইউ এফ পিএ মাসুদুর রহমান ইপিআই টেকনোলজিষ্ট শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।