
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে হতদরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ জন হতদরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিতরণ পূর্ববর্তী স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর আলম, সিএ কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী মহিলারা উপস্থিত ছিলেন।