সর্বশেষ:

horin er mangso soho atok

কয়রায় ৪৮ কেজি হরিণের মাংসো সহ চোরা শিকারী আটক

horin er mangso soho atok
Facebook
Twitter
LinkedIn

ইমরান হোসেন কয়রা প্রতিনিধিঃ

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার রেঞ্জের অধীনস্থ শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা হতে ৪৮ কেজি হরিণের মাংসো সহ এক ব্যাক্তিকে আটক করেছে বন বিভাগ। এসময় ১১৫ কেজি মাছ ও ২ টি সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ১১ টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বতে বন রক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসো সহ চোরা শিকারীকে আটক করে। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। আটক ব্যাক্তি হলেন, মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর পুএ মোঃ দিদারুল ইসলাম।

কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, আমাদের নিয়মিত অভিযান চলাকালীন সময়ে শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসো সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং ১১৫ কেজি মাছ ও ২ টি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। এবং বন বিভাগের উপস্থিত টের পেয়ে ১নং কয়রা গ্রামের হাবিবুর সরদারের পুএ মনিরুল সরদার পালিয়ে গেছে। এবিষয়ে বন আইনে মামলা দায়ের এবং জব্দকৃত মাছ ও হরিণের মাংসো আদালতের মাধ্যমে মাটিতে বিনষ্ট করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana