সর্বশেষ:

হরিঢালী সনাতন সম্প্রদায়ের সমাবেশে মনিরুল হাসান বাপ্পী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে মানবিক উপজেলা গঠন করবো

Facebook
Twitter
LinkedIn

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এই অঞ্চলে সকলের সাথে ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ করে সামনে অগ্রসর হতে চাই। বিএনপি সব সময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবিক উপজেলা গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে সাথে নিয়ে কাজ করতে চাই।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় পাইকগাছার হরিঢালী মহা শ্মশান কালী মন্দিরের সভাপতি স্বপন কান্তি ঘোষের সভাপতিত্বে ও সম্পাদক শংকর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, জয়ন্তী রানী, আনারুল ইসলাম, হালিম গাজী, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, কুদ্দুস গাজী, গফফার মল্লিক, হারুন সরদার, সাধুচরণ বিশ্বাস, রায়হান মাস্টার প্রমুখ সহ উপজেলা, পৌর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা।

তিনি এর আগে বিকেলে কপিলমুনিতে হরিঢালী ও কপিলমুনি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন। সভা থেকে সকলের মতামতের ভিত্তিতে ২টি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana