আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘর্ষে ইসরায়েল তাদের ৮ সেনাকে হারানোর কথা নিশ্চিত করেছে, আহত হয়েছে আরও ৭ জন।
আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সদস্য, যাদের মধ্যে ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তারও ছিলেন। তিনি ইগোজ ইউনিটের টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ইউনিটটি গেরিলা হামলার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডোদের নিয়ে গঠিত।
এদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের এইতারাউন শহরে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিকও রয়েছেন। একজন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। এনএনএ এই হামলাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্র ও একটি ক্লিনিক সম্পূর্ণ ধ্বংস করেছে।
এর আগে, এনএনএ আরও জানায় যে ইসরায়েলি সীমান্তের কাছে দেবেল গ্রামে ভোরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চলমান রয়েছে, যেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সতর্ক করেছেন যে ‘সময় ফুরিয়ে আসছে।’
গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী বৈরুতের আশেপাশে, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। বৈরুতের দক্ষিণে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো