সর্বশেষ:

হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া (নড়াইল) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কালিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, দেশে বিরোধী রাজনৈতিক কণ্ঠকে দমন করতে হামলা ও মামলার রাজনীতি নতুন নয়। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে এসব অপচেষ্টা ব্যর্থ হবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, ছাত্রনেতা রাকিবুজ্জামান পাপ্পু, ছাত্রনেতা সৈয়দ রাকিবুল ইসলাম মিশান, কালিয়া পৌর বিএনপির সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শিহাব হোসেন এবং আমেরিকার টেক্সাস সিটি বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম জহির।এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana