সর্বশেষ:

gzazay israeli hamla protibade bikkhob michil

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

gzazay israeli hamla protibade bikkhob michil
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি

গাজায় ইসরায়েলি কতৃক ফিলিস্তিনি মুসলিমদের উপর  নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছার সোলাদানায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার  বিকালে সোলাদানা ইউনিয়নের তৌহিদী জনতা  এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। তৌহিদী জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল সোলাদানা  বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার চৌরাস্তা মোড়ে  গিয়ে শেষ হয়। এর আগে বাজার চৌরাস্তা মোড় চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে ও হাফেজ আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আলীম, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল গফফার, মুফতি সোলাইমান হুসাইন, আমিনুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, মোফাজ্জল হোসেন, হাফেজ মাসুম বিল্লাহ, আবু মুছা,  মাওলানা সাঈদুর রহমান, বিএনপি নেতা আমিনুর রহমান, ফয়সাল রাশেদ সনি,  আব্দুল হাকিম, শামীম জোয়ার্দার, ইসরাফিল হোসেন ও খানজাহান।

সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান। একই সাথে ইসরায়েলী পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana