বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী ছয়ঘরিয়া ফারুকের কোম্পানী থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্ৰেনেড বাবুর সেকেন্ডইন কমান্ড তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিন (৩৫) সহ অপর ২ সহযোগী হাবিব শেখ (৩২) ও এম মিজানুর রহমান সুজন (৪৫)কে দেশী বিদেশী অস্ত্র, গুলি সহ গ্ৰেফতার করে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে মঙ্গলবার রাত ১০ টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযান চলাকালীন সময়ে ধৃতদের নিকট থেকে ১টি বিদেশী নাইন এমএম বোরের পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল ও ৩ কেজি গান পাউডার সহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী । ধৃত তুহিনের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বড় দক্ষিণ পাড়া, বর্তমান খুলনা কেএমপির শেখপাড়া গোলআলা মুন্সীর বাগানবাড়ি এলাকার মৃত আঃ সাত্তার বিশ্বাসের পুত্র । অপরদিকে অপর দুই সহযোগী খুলনা কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার এলাকার হালিম শেখের পুত্র হাবিব ও বাগেরহাট সদরের আফরা কালীবাড়ি বর্তমান খুলনা কেএমপির দক্ষিণ টুটপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দিনের পুত্র মিজানুর । অন্যদিকে তুহিনের স্থানীয় জলমা,চক্রাখালী,তেঁতুলতলা, দারোগাভিটা শান্তিনগর, রাঙ্গেমারী ও বাঁশবাড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছেন, এদের বিরুদ্ধে খুলনা জেলার একাধিক থানায় অসংখ্য মামলা রয়েছে। বটিয়াঘাটা থানায় অস্ত্রআইনে মামলা হয়েছে মামলা নং ০৫।