
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটায় যৌথবাহিনীর হাতে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী শাকিল অস্ত্রসহ ৩ জন গ্রেফতার হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হোগলাডাঙ্গা সাকিনস্থ একতার মোড় থেকে যৌথ অভিযান চালিয়ে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী শাকিলসহ তিনজনকে অস্ত্র এবং মাদকসহ আটক করা হয়।
আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের মঙ্গলবার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো উপজেলার হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার মৃত মোঃ হাবিবের পুত্র মোঃ শাকিল (৪২), সুলতান আহমেদ এর পুত্র মো: শহিদুল ইসলাম খোকন (৩৪), জলিল শেখ এর পুত্র মোঃ শাকিল শেখ (২৩)। অপরাধীদের নিকট থেকে ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল ১টি, ডামি পিস্তল ১টি, স্টান্ট গান ১টি, দেশীয় পাইপগান ১টি, দেশীয় অস্ত্র ৫টি, শর্ট গানের কার্তুজ ৪ রাউন্ড, ইয়াবা ১০০ পিচ ও মোবাইল ৩টি আলামত উদ্ধার করা হয়।