পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দক্ষিণ পশ্চিাঞ্চলীয় সুন্দরবন সংলগ্ন পাইকগাছার সীমান্ত কয়রার উপকূলীয় কৃতি সন্তান গ্রাম্য কবি, লেখক, সাহিত্যিক আলহজ্ব এম এ রাজ্জাক এর কর্মজীবনী বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কয়রা উপজেলার শাকবাড়িয়া নদের পাশ্ববর্তী মদিনাবাদ তার নিজ গ্রামে ঢাকার বাংলা একাডেমীর তথ্য সংগৃহীত পর্যবেক্ষণ টিমের আয়োজনে আলোচনা সভা কবি মেলা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছার কবি কুঠিরের কবি আজহারুল ইসলামের উপস্থাপনায় এসময় কবি এম এ রাজ্জাকের সংক্ষিপ্ত জীবনী ও তার একলক্ষ রচয়িত মদিনাবাদী ও তার হাজারো কবিতা প্রকাশিত গ্রন্থ, শত শত সম্মাননা সনদ ও কবি সাহিত্যিক এর সাথে আলাপচারিতা সম্পর্কে আলোচনা, ফটোসেশন ও তার লেখনীর অন্তধারার ভিডিও চিত্র ধারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবির বড় ভাই শাহাবুদ্দীন আহম্মদ। পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবুল হাশেম , সাংবাদিক শেখ মামুনুর রশিদ, শেখ রাসেল হোসেন রাজা,বংশীবাদক আনন্দ কুমার মন্ডল,মোজাহিদুল সরদার,দীলিপ চন্দ্র মন্ডল,শংকর কুমার গাইনসহ এলাকার গুনিজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।