পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ২৫৯ জন উপকার ভোগী নারীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দুই বছর মেয়াদি প্রকল্পের শেষ কিস্তির চাল হিসেবে প্রত্যেক উপকার ভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরিফ বিল্লাহ, ইউপি সদস্য আক্তার হোসেন গাইন, এসএম আয়ুব আলী, আব্দুল মোমিন গাজী, রমেশ বর্মন, নাসিমা আক্তার ও শিউলি মনি।