
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধিনতা লাভ করেছি। সেই স্বাধীনতার ঘোষনা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশ ও জনগনের প্রয়োজনে বিএনপি দল গঠন করে ছিলেন। বিএনপি নেতা-কর্মীরা গত দেড় যুগে হামলা-মামলাসহ নির্যাতনের শিকার হয়েছে।
তিনি বক্তব্যে আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা শুধু জাতির সাথে বেইমানি করেননি দেশকে এক গভীর সংকটে রেখে গেছেন। গত ১৫ বছর আওয়ামী লীগ নেতার সংখ্যালঘূ সম্প্রদায়ের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছ। একটি দল আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছে।
মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলোনয়তনে পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোহর আলীর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক পদে শাহদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক পদে বাবু মন্ডল। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুবেহ সাদিক শিমুল, সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান। ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক পদে ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে মামুন ইসলাম। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক পদে আল- আমিন সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক পদে রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে রাজু গাজী।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, বিএল কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।