পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।পৌরসভায় বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা ৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় জামায়াতে ইসলামীর জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহম্মাদুল্লাহ, পৌর আমীর ডাঃ আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি নাজমুজ সাকিব, ৫নং ওয়ার্ড সভাপতি সোহেল আহম্মেদ, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর ওলামা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির ও ৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মন্টু।