পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৫২ নং ঘোষাল-বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে তাদের দীর্ঘদিনের কষ্টের লাঘব হবে বলে জানা গেছে। অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী তাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বছরের পর বছর জাতীয় দিবস গুলোতে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেটে গোপালপুর স্কুলের শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্প বা মাল্য দান করতে হতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শফিকুল ইসলাম বলেন, আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণ করেছি। এখন থেকে আমাদের আর বাইরে যেতে হবে না। এছাড়া নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করতে পেরে আমরা শিক্ষক মন্ডলী অনেক আনন্দিত।
এলাকাবাসী তাদের বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।