
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার এবং ঘের ব্যবসায়ীর কাল্পনিক প্রেস ব্রিফিং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল। সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল বলেন লতা ইউনিয়নের নড়া-১ বদ্ধ নদীটি দীর্ঘ ২৪ বছর যাবৎ উম্মুক্ত। যা জনসাধারণের ব্যবহার ও জলাবদ্ধতা নিরসনে ব্যবহার হওয়ার কথা। অথচ লতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী দোসর প্রকাশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে বিগত ১৭ বছর জোর করে অন্যায় ভাবে হারীর চাঁদা আদায় করা হচ্ছে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর নদীটি অবৈধভাবে দখলে রেখে ১ জন গডফাদার ও ২ জন সন্ত্রাসী চাঁদা নিচ্ছে। বিএনপির সাথে এদের কোন সংযোগ নাই। এরা আওয়ামী দোসর হিসেবে পরিচিত। নদী কে কেন্দ্র করে সম্প্রতি লতার রেখামারী এবং কাঠামারী বাজারে মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তুষার কান্তি মন্ডল আরো বলেন গত ৯ মে প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের বড় ছেলে ঘের ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও তার সহধর্মিণী নিজ বাসভবনে প্রেস ব্রিফিং এবং থানায় জিডি করেছে। তিনি বলেন সবুজ কে দিয়ে বিএনপি নেতাদের জড়িয়ে প্রেস ব্রিফিং করতে বাধ্য করা হয়েছে। থানায় করা জিডি’র সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য ঘটনা বেরিয়ে আসবে। সাংবাদিকদের ডেকে নিয়ে মিথ্যা বর্ণনায় প্রেস ব্রিফিং এ বাধ্য করা ব্যক্তির নাম প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন লতা পুতলাখালীর ৬৮ বিঘা জমির মালিক জৈনক একজন সাবেক মন্ত্রী এমপি। ডিড ছাড়াই এই জমি জেলা ডিএসবি’র তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বনদস্যু রাজু বাহিনীর গডফাদার জবর দখল করে লীজ ঘের করছে। তার হাত থেকে রক্ষা পায়নি সাবেক এমপি মুক্তিযোদ্ধা সম বাবর আলীর ২৪ বিঘার ঘের।তার নিজস্ব বাহিনীর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে জমি দখল, ঘের দখলের রমরমা ব্যবসা পরিচালনা করছেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তিনি বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দের সম্মান হানীর চেষ্টা করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ-সব ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির স্থানীয় এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, পৌর বিএনপি নেতা মোস্তফা মোড়ল, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা, আব্দুল মজিদ গোলদার, মিজান জোয়ার্দার, শেখ ইমামুল ইসলাম,আবু মুছা, নাজির আহমেদ, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, আবুল কাশেম, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, বিএম আকিজ উদ্দিন, নাজমুল হুদা মিন্টু, সরজিৎ ঘোষ দেবেন ও আবু হানিফ মিলন।