প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন
ফিলিস্তিনি-আমেরিকান হৃদরোগ বিশেষজ্ঞ গাজায় ১৭৫ জন পরিবারের সদস্যকে হারিয়েছেন

সংখ্যা প্রায়ই মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। ইসরায়েল-গাজা যুদ্ধের সময়, সংখ্যা মানুষকে নামহীন করে তোলে। ড. তারিক হাদ্দাদের পরিবারে ১৭৫ জন মারা গিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে সেই সংখ্যা নয়, বরং মানুষের নাম ও গল্প তুলে ধরতে হবে।
এক শিশুর গল্প উল্লেখ করে তিনি বলেন, “হামজা মাত্র দশ বছর বয়সী ছিল। তার পরিবারের সবাই মারা গেছে। পরে সে নিজেও অঙ্গহানির ট্রমায় মারা যায়।”
ড. হাদ্দাদ হোয়াইট হাউসের ৮ মাইল দূরে বসে আমেরিকান মারণাস্ত্র দ্বারা তার পরিবারের ক্ষয়ক্ষতির জন্য ক্ষুব্ধ। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে সাক্ষাতের জন্য মাত্র ৩ মিনিটের সময় পান, যা তাকে মেনে নিতে কষ্ট হয়। তিনি একটি ১২ পৃষ্ঠার চিঠি লিখে তার প্রতিবাদ জানান, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি।
অপরদিকে, মাইকেল লেভি, একজন ইসরায়েলি, তার ভাইকে জিম্মিদশা থেকে মুক্ত করার চেষ্টা করছেন। তার পরিবার হামাসের আক্রমণে ভুক্তভোগী হয়েছে। লেভি ও হাদ্দাদ উভয়েই শান্তির জন্য আহ্বান জানাচ্ছেন এবং বিশ্বাস করেন যুদ্ধের এই ৩৬৫ দিনের সংঘাত আর বাড়তে দেওয়া উচিত নয়।
সূত্র: DhakaTribune
Copyright © 2025 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.