সর্বশেষ:

gawchul azom maizvandari kuran protijogita onusthito

বটিয়াঘাটা গাউছুল আজম মাইজভান্ডারি কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

gawchul azom maizvandari kuran protijogita onusthito
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে ২য় তম গাউছুল আজম মাইজভাণ্ডারী
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা খুলনা জেলা অডিশন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর
খানকায়ে গাউছিয়া আহমদিয়া (মাইজভাণ্ডারী খানকাহ শরীফ) বটিয়াঘাটা জিরোপয়েন্ট খুলনা এর আয়োজনে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলি)।

অনুষ্ঠাটির সার্বিক তত্ত্বাবধানে নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলি)। এসময় উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটার হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী, কুরান প্রতিযোগীতা অনুষ্ঠানে ২০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুরআন প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান আলহাজ্ব এস এম রফিকুল ইসলাম,জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন মানিক, সহ সভাপতি সাংবাদিক শরীফ আহমদ মোল্লা,সাধারণ সম্পাদক শাহ আলম,ফারুক হাওলাদার,মেহেদী হাচান শাওন,মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আউয়াল, হাফেজ রমজান আলী,মাওলানা আঃ হাকিম, মাওলানা হুসাইন আহমেদ,বিচারক হাফেজ মাওলানা বরকত উল্লাহ বিন হোসাইন, মাওলানা আবু নাঈম,মাওলানা আজমল হুসাইন,মাওলানা মিজানুর রহমান, হাফেজ আমিনুল ইসলাম ,বাদশা আলম, মনিরুজ্জামান মনু,ইউনুছ আলী প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদের নিয়ে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ থাকে যে আগামী ১৫ ই জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার শরীফের কেন্দ্রীয় খানকায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। খুলনার অডিশন থেকে এই প্রতিযোগীদের ভিতর যে ২০ জন বিজয়ী হয়েছে তারা ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করার জন্য ইয়েস কার্ড পেয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana