এইচ এম সাগর (হিরামন) খুলনা :
গতকাল বিকাল ৫ টায় বটিয়াঘাটা উপজেলার গাওঘরা বাজারে সুরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আবু জাফর বিশ্বাস এর বিরুদ্ধে এলাকাবাসী শাস্তির দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার সময় স্থানীয় ব্যবসায়ী বিএম শহিদুল ইসলাম সাহিদকে গ্রাম পুলিশ জাফর ও মেহেদী হাসান সহ তার লোকজন অতর্কিত হামলা করে। হামলায় বিএম শহিদুল গুরুতর আহত হয়। উক্ত হামলার প্রতিবাদে এবং চলাচলের রাস্তা উন্মুক্তের জন্য এলাকার সর্বস্তরের মানুষ নারী, পুরুষ, বৃদ্ধা, শিশুসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা আরো বলেন, আমরা বহুপুরুষ পূর্ব হতে (১০০ বছরেরও অধিক) এই এলাকায় শান্তিতে বসবাস করে আসতেছি এবং কাটাখালী-গাওঘরা সীমানা দিয়ে ৬ ফুট ৩ ইঞ্চি চওড়া একটি সরকারি রাস্তা গজালিয়া মৌজার সাথে একত্রিত হয় যে পথ দিয়ে এলাকার সাধারণ জনগন নিজেদের চলাচলের সুবিধার্থে ব্যবহার করে। এলাকার গ্রাম পুলিশ মোঃ জাফর বিশ্বাস (দফাদার) এবং মোঃ হাবিবুর বিশ্বাস বেশ কিছুদিন পূর্বে হঠাৎ আমাদের দীর্ঘদিনের চলাচলের উক্ত পথ বন্ধ করে দিলে তাদের উপস্থিতিতে আমরা স্থানীয় বসাবসির মাধ্যমে ভূমি জরিপকারীদের সহায়তায় উক্ত চলার পথ উদ্ধার করি।
কিন্তু দুঃখের বিষয় গত ঈদের দুই দিন আগে তারা উভয় মিলে আমাদের উক্ত সরকারি চলার পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এমতাবস্থায় আমাদের চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে এমনকি আমরা বাড়ি থেকে বাইরে বের হতে পারছি না। উল্লেখ্য উক্ত পথ দিয়ে এলাকার কয়েক শত একর জমির ফসল উত্তোলিত হয়ে থাকে। এমতাবস্থায় উক্ত বিষয়ে স্থানীয় ভাবে সমাধানের জন্য আজ ২০/১১/২০২৫ তারিখ সকালে বসাবসির সময় ছিলো। সে মোতাবেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যথাসময়ে ঘটনাস্থলে হাজির হতে থাকে। প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আলোচনার শুরুর দিকে বিবাদী মোঃ জাফর বিশ্বাস (দফাদার) ও তার ছেলে মোঃ মেহেদী বিশ্বাস স্থানীয় শালিশদার ব্যাবসায়ী শাইদ বিশ্বাস-কে অতর্কিত হামলা করে এবং বেধড়ক মারপিট করে।
উল্লেখ্য ঘটনাস্থল থেকে জনসাধারণ দফাদারের ব্যবহৃত সরকারি লাঠি উদ্ধার করে। এমতাবস্থায় জোর চিৎকারে লোকজনের সমাগম হলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। উল্লেখ্য উক্ত মোঃ জাফর বিশ্বাস (দফাদার) তার চাকুরীর প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। সামান্য কোন ঘটনাকে কেন্দ্র করে সে থানার সহায়তায় সকলকে হয়রানীর হুমকী দেখায় এমনকি এবারও মামলার ফাসিয়ে দেওয়ার হুমকী অব্যহত রেখেছে। এমতাবস্থায় উক্ত মোঃ জাফর দফাদার-কে তার চাকুরী থেকে স্থায়ী ভাবে অপসারণ করার জন্য আমরা মানববন্ধন এ উপস্থিত হয়েছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ কারিমুল, সাইদুল ইসলাম, আঃ কুদ্দুস, জাহিদুল ফকির, আক্কাস বিশ্বাস, আজমির বিশ্বাস, সিরাজুল, মাসুম, ইয়াসিন, পারভীন বেগম, আমেনা, জাহানারা, আঞ্জির, সুরাইয়া সহ এলাকার প্রায় দুই'শতাধিক নারী পুরুষ।