বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা থানা পুলিশ সুরখালী এলাকা থেকে গাজা গাছ সহ মোঃ লিটন শেখকে আটক করেছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, বটিয়াঘাটা থানাধীন সুরখালী নিজ বাড়ির উঠানে লাগানো অবস্থায় জ্যান্ত একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুরখালী এলাকার মোঃ পীর আলী শেখ এর ছেলে মোঃ লিটন শেখ(৩৯) কে বাড়ি থেকে ৬ ফিট লম্বা একটি গাঁজা গাছ সহ আটক করেন। বটিয়াঘাটা থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।