সর্বশেষ:

gach surokkha kormosuchi

গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধন

gach surokkha kormosuchi
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছের গায়ে পেরেক দিয়ে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করছেন। গাছে পেরেক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই মানসিকতা থেকে সরে আসতে হবে। এব্যাপারে তিনি সামাজিকভাবে সকলকে সচেতনতা বৃদ্ধি আহ্বান জানান। উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে প্রধান সড়ক সংলগ্ন গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসব কথা বলেন।

gach surokkha kormosuchii

গাছ সুরক্ষায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ দেশের ২৮টি জেলায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি পালন করে আসছে বন বিভাগ। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পিআইও রাজিব বিশ্বাস, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার আবু হানিফ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সোনাতনকাটি নবায়নের সভাপতি মামনুর সরদার, হড়িয়া সভাপতি মিজানুর রহমান, বাতিখালী সেক্রেটারি জামিনুর ইসলাম, হরিদাস কাটি হালিম সরদার, প্রশান্ত, পৌর আনসার কমান্ডার মো. ফয়সাল সরদার, রশীদ সহ আনসার ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে আটকানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণের কার্যক্রম চলছিল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana