সর্বশেষ:

fwt dicipline er uddige soron sova

এফডব্লিউটি ডিসিপ্লিনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত খুবির বিকাশে প্রফেসর আব্দুর রহমানের নাম স্মরণীয় হয়ে থাকবে : উপাচার্য

fwt dicipline er uddige soron sova
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, সূচনালগ্নে যে ক’জন শিক্ষক তাঁদের নিষ্ঠা, শ্রম আর মেধা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়েছেন- প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান তাঁদের মধ্যে অন্যতম। তাই এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে।

২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেলে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিন আয়োজিত প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান-এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন উপাচার্য বলেন, প্রফেসর আব্দুর রহমান কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী। তাঁর দূরদর্শী নেতৃত্ব, একাগ্র পরিশ্রম ও অবিচল অধ্যবসায়ের ফলে এ ডিসিপ্লিন আজ দেশের সেরা ডিসিপ্লিনগুলোর কাতারে পৌঁছেছে। একে একে বহু প্রতিভাবান শিক্ষককে তিনি এখানে যুক্ত করেছেন, যাঁরা আজ তাঁর বপন করা বীজকে পূর্ণতায় রূপ দিয়েছেন। তিনি আরও বলেন, গবেষণার ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য। বিশেষ করে সুন্দরবনের সুন্দরী গাছের আগামরা রোগ নিয়ে তাঁর গবেষণা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি রেখেছেন অবিস্মরণীয় ছাপ।

উপাচার্য তাঁর বক্তব্যে প্রফেসর আব্দুর রহমানের দীর্ঘ কর্মজীবন, পারস্পরিক সম্পর্ক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়াত শিক্ষকের নানা অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণে ডিসিপ্লিনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানার সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও ডিসিপ্লিনের প্রাক্তন প্রফেসর ড. মোঃ ওবায়দুল্লাহ হান্নান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। স্মৃতিচারণ করেন প্রফেসর ড. এ কে ফজলুল হক, প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোঃ রকিব উদ্দিন, মরহুমের ছোট ছেলে এস এম ইসমাইল, ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ সেলিম খান এবং শিক্ষার্থী তাসনিম আজম মেবীন। অনুুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী আজিজিল ইসলাম কাফফি ও ফারিহা হক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana