সর্বশেষ:

ফুলতলা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৯২ বোতল ESKUF সিরাপ আটক ৩ জন

Facebook
Twitter
LinkedIn

ভ্রাম্যমাণ প্রতিনিধি আক্তার হোসেন বাবলু (খুলনা)

খুলনার ফুলতলা থানা পুলিশের অভিযানে গতকাল সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় সামনে খুলনা যশোর গামী পাকা রাস্তার উপর টহল ডিউটি করাকালে রুবেল নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৯২ বোতল ESKUF সিরাপ ১০০ এমএল। প্রত্যেকটির প্লাস্টিকের বোতলের গায়ে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup 100ml লেখা আছে।

এটাও ফেনসিডিল এর মতো একই কাজ করে ও ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। প্রথম আসামির স্বীকারোক্তিতে অপর দুই আসামিকে খুলনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানার মোড় অ্যাডভোকেট শাহিনের বাড়ির ভাড়াটিয়া তাদের আটক করা হয়। আসামিরা হলো (১) মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)। পিতা মোল্লা আবুল কালাম আজাদ সাং কুলিয়া মধ্যপাড়া, থানা – মোল্লারহাট, জেলা বাগেরহাট। (২) মোঃ নাঈম ওরফে (ভুলু ৫০) পিতা মৃত হাদিস মিস্ত্রী। সাং রাজবাড়ী, (মদিনা রোড নম্বর ১৪) থানা সৈয়দপুর জেলা নীলফামারী। ৩।

রুনা বেগম (৪৫) পিতা মৃত অহিদ শেখ। সাং গজালিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। থানা সূত্রে জানা গেছে সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে ফুলতলা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ হারুন আর রশিদ জরুরি ডিউটিরত অবস্থায় সঙ্গীয় ফোর্স শুভ ঘোষ, মোঃ ইসমাইল হোসেন, ও মোঃ হেলালুজ্জামান অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ মাদকদ্রব্য আটক করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরো বলেন বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ESKUF সিরাপ এর ব্যবসা তারা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রস্তুত করেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana