সর্বশেষ:

fasiur-rahman-shikkha-foundationer-briti-pelo-pray-tin-shoto-shikkharthi

ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পেল ২৮২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী

fasiur-rahman-shikkha-foundationer-briti-pelo-pray-tin-shoto-shikkharthi
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে। ২০১০ সাল থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর এ বৃত্তি প্রদান করা হয়। গতবছর ১০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এর সাথে এবছর আরো অতিরিক্ত ৩ টি স্কুল যুক্ত করা হয়েছে।

১৩ টি প্রতিষ্ঠান হচ্ছে ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এবিডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মঠবাটী জিজিপিজি দাখিল মাদ্রাসা, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়, ও আল আমিন দাখিল মাদ্রাসা। এ বছর রোববার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন। শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শফিয়ার রহমান, জিএম মুনসুর আলী, গাজী নুরমোহাম্মাদ, সরদার আব্দুর রাজ্জাক, আলহাজ্ব শহিদুল ইসলাম, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, শিক্ষক সেলিম রেজা, তহমিনা খাতুন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন শিক্ষার্থী মরিয়ম আক্তার ও রুম্পা সাধু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ ও এডভোকেট স ম বাবর আলীর লেখা ” আলহাজ্ব ফসিয়ার রহমান এর জীবন ধারা গ্রন্থ প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana