খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন (ক্লাস্টার-১)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনকে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
তথ্য-প্রমাণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একাডেমিক মান বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার-১ এর আওতাধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীদের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।