সর্বশেষ:

খুবিতে এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন (ক্লাস্টার-১)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনকে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তথ্য-প্রমাণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একাডেমিক মান বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার-১ এর আওতাধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীদের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana