
বিশেষ প্রতিনিধি :
খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের উত্তর রাঙ্গেমারী এলাকায় সুশান্ত গোলদার (২২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । সে ওই গ্রামের শ্যামল গোলদারের পুত্র পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুশান্ত গোলদার দুই বছর আগে ভালবেসে বিবাহ করে । তার শ্বাশুড়ি জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ে গর্ভবতী থাকায় মেয়েকে পিতার বাড়িতে যাওয়ার কথা বললে সুশান্ত তার স্ত্রীকে নিষেধ করে ।
এমতাবস্থায় স্ত্রী স্বামী সুশান্তর কথা না শুনে মায়ের সাথে পিতার বাড়িতে চলে যায়। সে স্ত্রীর করা অপমান সইতে না পেরে গত ১০ অক্টোবর শুক্রবার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে নিজ বসত ঘরের পিছনে নিম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ৷