প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন বৃত্তি: এইচএসসি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ
ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দনবি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। এই বৃত্তিটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় পড়াশোনা করা বর্তমান এইচএসসি শিক্ষার্থীদের জন্য।
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা
- জিপিএ প্রয়োজনীয়তা:
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৮০ থাকতে হবে।
- মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪.৫০।
- শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিভাগের জন্য জিপিএ ৪.০০।
আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
১. অধ্যয়ন সনদ: বর্তমানে পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়ন সনদ বা প্রত্যয়নপত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান/হল সুপার/প্রভোস্ট কর্তৃক সত্যায়িত)।
২. মার্কশিট: এসএসসি পরীক্ষার সব মার্কশিট/ট্রান্সক্রিপ্টের ফটোকপি (পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের সত্যায়িত)।
৩. ছবি: সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের সত্যায়িত)।
- বৃত্তির যোগ্যতার বিবরণ: আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন, সে বিষয়ে ২৫০-৩৫০ শব্দের মধ্যে বাংলায় হাতে লেখা বিবরণ।
- পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম: যেকোনো সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের সত্যায়িত)।
- সততা যাচাই: আবেদনকারীর তথ্যের সঙ্গে কোনো রকমের অসামঞ্জস্য বা কারও সঙ্গে মিল থাকলে আবেদনটি বাতিল করা হবে।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে: সমাজসেবা অধিদপ্তর/প্রতিষ্ঠান কর্তৃক শারীরিক প্রতিবন্ধিতা সনদ বা পরিচয়পত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ও জমাদানের ঠিকানা
- শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৪
- জমাদানের ঠিকানা:
স্পন্দনবি বাংলাদেশ অফিস
বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২
গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা
এই বৃত্তি তাদের জন্য যারা একাডেমিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়, এবং নিজেদের মেধা ও নিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় আরো অগ্রসর হতে চায়।
সূত্র: প্রথম আলো
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.