পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগামী ১১ ফেব্রুয়ারী কপিলমুনি বাজার ধান্য চত্বরে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ছাত্র শিক্ষক সমাবেশের আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন এর এ সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানার ওসি সবজেল হোসেন এর সাথে মতবিনিময় করেন নিসচা নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, এন ইসলাম সাগর, আবুল হাশেম, অ্যাডভোকেট আকরামুল বিশ্বাস, আবু হুরায়রা বাদশা, প্রভাষক এস রোহতাব উদ্দিন, ফরিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, রকি সহ নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অংশ গ্রহণ করবেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। বক্তব্য রাখবেন নিসচা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।