
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে পাইকগাছার কাশিমনগর বাজার ও মৎস্য আড়ৎদারি মার্কেট এবং পরে তিনি কয়রার মসজিদকুড়, আমাদী ও গিলাবাড়ী সহ বিভিন্ন হাঁট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এছাড়া সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম এলাকার তরুণদের সাথে মতবিনিময় করে তাদের কাছে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন। এসময় তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীতে বাংলাদেশে গুণগত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। স্কুল কলেজে ঝরে পড়ার হার কমে আসবে এবং যুব সমাজের ব্যাপক আত্ম কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকারত্ব দূরীকরণ ও তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহবান জানান খুলনা -৬ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন অ্যডভোকেট রোয়ার মাহবুব, নজরুল ইসলাম, আলাউদ্দিন, হুমায়ুন কবির, শেখ হাবিবুর রহমান, শাহাবুদ্দিন সরদার, জিএম ফারুক হোসেন, আক্তার হোসেন, জামান, ফারুক, জাফর সরদার, আবু মুসা, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, শেখ ইদ্রিস, রবিউল ইসলাম, মিনারুল ইসলাম, আব্দুল হাদি, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নকিম জোয়ার্দার ও তরিকুল ইসলাম। এদিকে জুম্মা নামাজ আদায় শেষে ঐতিহাসিক কয়রার মসজিদকুড় মসজিদে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বক্স প্রদান করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক।