সর্বশেষ:

ek juboker roshossojonok mrittu

খুলনার ডুমুরিয়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু

ek juboker roshossojonok mrittu
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়ায় মহিতুর রহমান খান মোহিত (৩৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া সদরে খান মার্কেটের টিন সেডের চালের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মহিতুর রহমান ডুমুরিয়া বাজারে খান মার্কেট মালিক আব্দুর রহিম খানের ছেলে। মার্কেটের সাথেই তাদের বাসাবাড়ি।

জানা যায়, ডুমুরিয়া বাজারে খান মার্কেটে মহিতুর রহমান মোহিতের একটি চায়ের দোকান আছে।তিনি নিজেই দোকানটি পরিচালনা করতেন। ঘটনার রাতে দোকান থেকে সে বাসায় যায়নি। তার স্ত্রী হাবিবা ও দুই সন্তান সেদিন বাড়িতে ছিলেন না। ঘরে মোহিতের জন্য রাতের খাবার মা যেভাবে রেখেছিলো সেভাবেই রয়ে গেছে । নিহতের মা পারভীন বেগম ভোরে ঘুম থেকে উঠে দেখে মার্কেটের টিনের চালের উপর ছেলের লাশ। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হয় থানা পুলিশকে। সকাল সাড়ে ৮ টার দিকে টিনের চালের উপর থেকে মহিতুরের লাশ উদ্ধার করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান,রহস্য উদঘাটনের জন্য মোহিতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে টিনের চালের উপর ইনটেক এক কেস স্পিড এনার্জি ড্রিংকস পাওয়া গেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana