সর্বশেষ:

eidgah er taka attosat er ovijog

কয়রায় ঈদগাহের টাকা আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

eidgah er taka attosat er ovijog
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

ঈদগাহের টাকা আত্মসাতের অভিযোগে মানব বন্ধন করেছে গ্রামবাসী । খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জান্নাতুল বাকী ঈদগাহ ময়দানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই গ্রামের মাওলানা আব্দুর রশিদের ছেলে কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অত্র ঈদগাহ ময়দানের সভাপতি মো. হারুন অর রশিদ আজমের বিরুদ্ধে।

ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে ঈদগাহ ময়দানের সামনে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন ইসলামপুর জান্নাতুল বাকী ঈদগাহ মাঠ হারুণ অর রশিদ আজমের ইন্দনে এখন ভূমিদসুরা দখল করে নিয়েছে, মাঠে ঈদের নামাজ পড়ার জায়গা নেই। বক্তারা আরও বলেন এই ঈদগাহে ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এলাকাবাসীর টাকা দিয়ে মাঠ ভরাট , মাহফিলের টাকা, কুরবানীর পশুর হাটের টাকা আদায় করে সভাপতি আজমের কাছে রাখা হয় । এই টাকা গুলো ঈদগাহ মাঠের উনয়নের কাজে ব্যায় করার কথা থাকলে তিনি না করে আত্মসাৎ করেছে । এই টাকার হিসাব চাইতে গেলে তিনি হিসাব দেন না। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানান তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে ঈদগাহ উন্নয়নের কাজে ব্যয় করা হোক এবং ঈদগাহের মাঠ দখলমুক্তর দাবী জানান । এ বিষয়ে হারুন অর রশিদ আজম কাছে জানতে চাইলে তিনি জানায় আমি কোন টাকা আত্মসাৎ করিনি সব টাকার হিসাব আমি প্রত্যেক ঈদের নামাজের পর সবার সামনে উপস্থাপন করে থাকি। আমাকে হেয় করার জন্য কিছু লোক এই অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন , মোঃ হাফিজুর রহমান হাফিজ, মাওলা গাজী, সাইদুল ইসলাম, কবির গাজী, মোঃ আঃ বাশার, আঃ লতিফসহ এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana