সর্বশেষ:

eid e miladunnobi palito

ফসিয়ার রহমান মহিলা কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী সঃ পালিত

eid e miladunnobi palito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সঃ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান। প্রভাষক গোলাম আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীর জীবনীর উপর আলোচনা করেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, গাজী নূর মোহাম্মদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম, আবু সাবাহ ও নাসরিন আরা। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শফিয়ার রহমান, হোসনেয়ারা খানম, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, শফিকুল ইসলাম, মুনসুর আলী, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষার্থী মারিয়া ও সুবাইতা খাতুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মীর আকবর আলী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana