সর্বশেষ:

easy bike chaloker gola kata lash uddhar

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

easy bike chaloker gola kata lash uddhar
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত কালভার্ট সংলগ্ন গাওঘরা পাকা রাস্তার উত্তর পাশ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেন। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলাম ছেলে পুত্র হাফিজুল ইসলাম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় । বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana