
বিশেষ প্রতিনিধি :
নগরীর ইকবাল নগর রোড হতে অপহরণ করে ১কোটি টাকা মুক্তিপণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও জাতীয় নাগরিক কমিটির মহানগর শাখার সদস্য ইমন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানাযায়,জাতীয় নাগরিক কমিটি খুলনার মহানগর শাখার সদস্য ইমন মোল্লা (৩০) পিতা আজগর মোল্লা, সাং- বসুপাড়া এতিমখানা রোড, খুলনা ও খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারুসহ ৪ জনের একটি চক্র নূরে আলম মোল্লা (৫৮)কে অপহরণ করে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন। ভিকটিমের স্বজনেরা ৫০ লাখ টাকা দেওয়ার কথা বলে ফাঁত পাতলে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইমন মোল্লা সহ ওই চক্রের তিন সদস্য।