গত কাল মঙ্গলবার বটিয়াঘাটায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানকে সামনে রেখে সিপিবি'র বটিয়াঘাটা উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার সরকারের সভাপতিত্বে উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, কেন্দ্র কমিটির সভাপতি মন্ডলী সদস্য ও জেলা কমিটির সভাপতি এস এ রশিদ, জেলা কমিটির সদস্য কিশোর রায় (দাকোপ - বটিয়াঘাটা উপজেলার কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সংসদ সদস্য পদ প্রার্থী), জেলা কমিটির সাবেক সভাপতি ডাক্তার মনোজ দাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ
র্যালিতে সিপিবি'র জেলা ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে নেতৃবৃন্দ ২০০১ সালের ২০ জানুয়ারি মাসে সিপিবির পল্টন ময়দানে অনুষ্ঠিত মহাসমাবেশে সংঘটিত বোমা হত্যাকাণ্ডে শহীদ কমরেড হিমাংশু, মজিদ, হাসেম, মোক্তার ও বিপ্রদাসের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় নেতারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।